চলতি সপ্তাহে একদিনই সোনার দাম বেড়েছিল। মঙ্গলবার পাকা সোনা প্রতি ১০ গ্রামে দাম বাড়ে ১০০ টাকা। এ সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার চারদিন মিলিয়ে পাকা সোনার দাম পড়েছে ৬১০ টাকা। এদিকে শেয়ার বাজারে সোমবার ঊর্ধ্বগতি লক্ষ করা গিয়েছিল, সেনসেক্স পৌঁছে গিয়েছিল সাড়ে ৬২ হাজারের কাছে। পরের তিন দিনে সেনসেক্স প্রায় ৯০০ পয়েন্ট কমলেও সেটা স্বাভাবিক সংশোধন বলেই ধরা যায়। শেয়ার বাজারে লগ্নি বাড়তে থাকলে সোনা বিক্রি করতে পারেন একাংশ বিনিয়োগকারী। তাতে পড়তে পারে সোনার দাম। তবে বিগত দশকগুলিতে এ দেশে সোনার দাম বেড়েছে পাগলা ঘোড়ার গতিতেই।
১৯৬৪ সালে পাকা সোনার ১০ গ্রাম পিছু দাম ছিল ৬৩ টাকা ২৫ পয়সা। ১৯৭৪ সালে ওই দাম ছিল ৫০৬ টাকা, ১৯৮৪ সালে ১,৯৭০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার দাম ১৯৯৪ সালে ছিল ৪,৫৯৮ টাকা, ২০০৪-এ ৫,৮৫০ টাকা। ২০১৪ সালে ওই দাম বেড়ে দাঁড়ায় ২৮ হাজার টাকা। আর ২০২৩ সালের ১৮ মে দশ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৬২,৪২০ টাকা।
বৃহস্পতিবার, ১৮ মে গয়নার সোনা বা ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫৬ হাজার ১০০ টাকা। এর উপরে চাপবে করের কড়ি। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কও কিনছে বড় পরিমাণ সোনা, যাতে বাড়ছে দাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কেনা অব্যাহত রাখতে পারে। দাম বাড়তে থাকায় লগ্নি হিসেবে সোনার কদর বাড়ছে।
click and follow Indiaherald WhatsApp channel