মুম্বইতে
প্রবল বর্ষণ হচ্ছে। মানুশ ঘর থেকে বেরতেই পারছে না। ট্রাফিক ব্যবস্থা আরও খারাপ।
কিন্তু এই অবস্থাতেও জিমে যেতে পিছপা হননি বলিউড দিভা তথা শ্রীদেবী কন্যা জাহ্নবী
কাপুর। শনিবার জিম শেষে তাঁকে গাড়ির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তখনই
ক্যামেরা বন্দি হন জাহ্নবী। নজরকাড়া পোশাকে জাহ্নবী দেখতে বেশ ভালোই লাগছিল।
গোলাপি টপ আর কালো প্যান্টে ছিল তাঁর পরণে। সঙ্গে ছিল জম ব্যাগ।
অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া সবসময়েই খবরের শিরোনামে। সে প্রকাশ্যে ধূমপান বিতর্ক হোক বা জা-এর সঙ্গে শপিং। আবার নিক জোন্স যখন স্টেজ থেকে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে ভালবাসার কথা বোঝান তখন সব ক্যামেরা প্রিয়াঙ্কার দিকেই তাকিয়ে থাকে। তবে শুক্রবারের একটি ঘটনায় কোনও মিল পাওয়া গেল না প্রিয়াঙ্কার সঙ্গে।
শুক্রবার দুপুরে গুগল ক্রোম এবং ফায়ারফক্স ব্রাউজারে প্রিয়াঙ্কার নাম সার্চ করলেই চোপড়া বা জোনাস নয়, দেখাচ্ছে প্রিয়াঙ্কা সিংহ! যদিও উইকিপিডিয়া-র তাঁর নাম প্রিয়াঙ্কা চোপড়াই দেখা যাচ্ছে। ব্যাপারটা নেটিজেনদের নজরে আসতেই তা ভাইরাল হয়ে যায়। তৈরি হয় মজার মজার মিম। তবে এরকম কেন হলো সে বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনের কোনও ‘বাগ’ অর্থাৎ ত্রুটির ফলেই এমনটা হয়েছে। যদিও এখনও পর্যন্ত গুগল-এর তরফে এর কোনও কিছু মন্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।
ছবি- ফাইল
click and follow Indiaherald WhatsApp channel