মহানগরের রাজপথের ঐতিহ্য হাতে টানা রিক্সা ও ট্রাম।এরপর আবার ফিরছে দোতলা বাস। চলতি ডিসেম্বরে মহানগরে রাজপথে নামছেন এই বাস।
 সূত্রের খবর অনুযায়ী জানা গেছে আপাতত চারটি বাসের অর্ডার দিয়েছে রাজ্যের পরিবহণ দপ্তর। এর মধ্যে দুটি বাস ডিসেম্বরে নামবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর  ইচ্ছা অনুযায়ী দোতলা বাসকে ফিরিয়ে আনল রাজ্য সরকার। দোতলা বাসের কৌলীন্য এবং ঐতিহ্য স্মৃতিবিজড়িত।
  রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ষ জানিয়েছেন। দুটি বাস নিউ টাউনে শনি এবং রবিবার ‘‌জয়রাইড’‌ হিসেবে ব্যবহার করা হবে। পরিবহণ সচিব নারায়ণস্বরূপ নিগম লন্ডনে গেছিলেন। সেখানে তিনি দোতলা বাস দেখে আসেন এবং এবিষয়ে সরকারকে একটি রিপোর্ট দেন। উল্লেখ্য, এখন একটি জয়রাইড দোতলা বাস আছে। এখন অপেক্ষায় আবার ফিরে দেখা সেই পুরান স্মৃতি । 


Find out more: