কলকাতার মডেল পূজা সিং দে। গত ৩০ জুলাই বিশেষ কাজে বেঙ্গালুরু গিয়েছিলেন পূজা। ৩১ জুলাই ভোরের ফ্লাইটে কলকাতায় ফেরার কথা ছিল তাঁর। সেই মতো তিনি ভোর ৪টে ১৫য় ক্যাব বুক করেন। কিন্তু বিমানবন্দরে নিয়ে যাওয়ার পরিবর্তে ক্যাব চালক মহেশ তাঁকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে লুঠের চেষ্টা করে। মাথায় রড দিয়ে মেরে পূজাকে অজ্ঞান করে দেয় মহেশ। কিন্তু মোবাইল ও ৫০০ টাকা ছাড়া তাঁর কাছে কিছু না পেয়ে জ্ঞান ফিরলে পূজাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দেয়। পরে বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে পুলিশ পূজার মৃতদেহ উদ্ধার করে। কিন্তু পূজার স্বামীর কলকাতায় নিখোঁজ ডায়েরি ধরেই হত্যাকারীর খোঁজ পায় বেঙ্গালুরু পুলিশ। অবশেষে গ্রেফতার হয় কলকাতার মডেল পূজা সিং দে-র খুনি মহেশ।

 

অন্যদিকে, আবারও বকেয়া না মেটানো নিয়ে সঙ্কট সিরিয়ালের কলাকুশলীদের। জানা গিয়েছে, সুব্রত রায়ের প্রযোজনায় মোট পাঁচটি সিরিয়াল চললেও এখনও বকেয়া টাকা পাননি শিল্পীরা। প্রায় ১১ কোটি টাকা বাকি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই আর্টিস ফোরামে অভিযোগ জানানো হয়েছে। আর্টিস ফোরাম শ্যুটিং বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কোনও অবস্থাতেই শ্যুটিং বন্ধ রাখা যাবে না। কিন্তু ফোরামের বক্তব্য, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার তাঁদের কাছে একটাই পথ। ফোরামের মিটিংয়ে আগামী ২৬ তারিখের মধ্যে টিডিএসের টাকা সুব্রত রায়কে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শ্যুটিং বন্ধ হলে তো টেলিকাস্ট নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সুব্রত রায়ের ইউনিট সূত্রে খবর, বেশ কয়েকটি এপিসোড ব্যাঙ্ক করা রয়েছে। উল্লেখ্য,‘করুণাময়ী রানি রাসমণি’, ‘দেবী চৌধুরানী’, ‘সৌদামিনীর সংসার’, ‘তারাপীঠ’, ‘মা মনসা’র প্রযোজক সুব্রত।

 


మరింత సమాచారం తెలుసుకోండి: