বেবো অর্থাত করিণা কাপুরের
অভিনয় এবং নাচ দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে এ বিষয়ে কারোর সন্দেহ নেই।
তাঁর সঙ্গে স্বামী সইফের রসায়নও দর্শক বহুবার দেখেছেন। এবার তাঁদের সংসারে এসেছে
তৈমুর। তবে জন্মদিন কী আর বাদ দেওয়া যায়!
চল্লিশে পা দিলেন করিণা কাপুর খান। আর জন্মদিনে সইফের আদরের ছবি বাইরাল হলো সোশ্যল মিডিয়ায়। যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, জন্মদিনে স্ত্রী’র ঠোঁটে আলতো ছোঁয়া দিচ্ছেন সইফ। ওই ছবি প্রথমে শেয়ার করেন করিশ্মা কাপুর। তারপর তা ভাইরাল হয়ে যায়।
জন্মদিনে মুম্বই ছেড়ে পতৌদি প্যালেসে এসেছিলেন সইফ, করিণা, তৈমুর। তারপর জন্মদিনের অনুষ্ঠান শেষ করে মুম্বই ফিরে আসেন তিন জনে। মুম্বই বিমানবন্দরে সে ছবি ধরাও পড়েছে।
click and follow Indiaherald WhatsApp channel