ব্যাক টু ব্যাক তিনটি সিনেমার ব্যাপক সাফল্যের পর আসতে চলেছে কৃষ ফোর। এবং
ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে হৃত্বিক রোশনকেই। অন্তত বাবা রাকেশ রোশনের সঙ্গে
নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তেমনই ইঙ্গিত দিয়েছেন হৃত্বিক। তবে পরিচালক
হয়তো এবার রাকেশ রোশন থাকবেন না, তাঁর জায়গায় থাকতে পারেন সঞ্জয় গুপ্তা। শারীরিক
অসুস্থতার জন্যই এরকম সিদ্ধান্ত বলে শোনা যাচ্ছে। তবে দ্রুতই রাকেশ রোশন সেরে
উঠছেন বলে হৃত্বিকের মত।
সম্প্রতি ক্যানসার ধরা পড়ে রাকেশ রোশনের। সেই কারণেই হয়তো পরিচালক বদলের সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে কোনও তরফেই কোনও কিছু জানানো হয়নি। রাকেশ রোশনের অসুস্থতার জন্যই পিছিয়ে গিয়েছিল কৃষ ফোর। ছবিটি আপাতত প্রি প্রোডাকশন স্তরে রয়েছে বলে জানা গিয়েছে। ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা। জানা গিয়েছে, ছবি তৈরিতে ২৫০ কোটি টাকা খরচ হতে পারে।
click and follow Indiaherald WhatsApp channel