কিছু দিন আগেই রানাঘাটের রানু মণ্ডলকে দিয়ে তাঁর আপকামিং
প্রজেক্ট হ্যাপি হার্ডি অ্যান্ড হীর ছবির জন্য গান রেকর্ড করিয়েছিলেন হিমেশ
রেশমিয়া। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ড করার পর কার্যত জীবন বদলে যায় রানু
মণ্ডলের। এবার নাকি ওই সিনেমার জন্য বিখ্যাত গায়কের মেয়ের সঙ্গে গান রেকর্ড করলেন
হিমেশ। সেই বিখ্যাত গায়ক আর কেউ নন, তিনি কুমার শানু। এবং তাঁর শ্যাননের সঙ্গে গান
রেকর্ড করেছেন বলিউডের এই সঙ্গীত পরিচালক ও অভিনেতা। টিকটক নাম দিয়ে সেই হিমেশের
সঙ্গে নতুন গান রেকর্ড করতে দেখা যায় শ্যাননকে।
click and follow Indiaherald WhatsApp channel