আগামী ১৮ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে নামবে বিরাট কোহালির দল। যদিও এ দিন সিরিজ জিতে কোচ রবি শাস্ত্রী দাবি করলেন তাঁদের মাথায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বিন্দুমাত্র ভাবনাচিন্তা ছিল না। শাস্ত্রী বলেন, “আমি অন্তত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নিয়ে একদম ভাবনাচিন্তা করিনি। একটা সময় আমরা শীর্ষে থাকলেও অদ্ভুত ভাবে নিচে নেমে যাই। কিন্তু এখন ৫২০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছি। তাই আমরা ফাইনাল খেলার যোগ্য দাবিদার।” প্রথম টেস্টে ২২৭ রানে হেরে যাওয়ার পরেও দল ঘুরে দাঁড়িয়েছে। তবে এমন ঘটনা নতুন নয়। বিরাট কোহালির দলের সঙ্গে এমন ঘটনাই ঘটে। তাই শাস্ত্রীও দলের প্রত্যাবর্তনে অবাক নন।

এর আগে যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত, তখন ডনের দেশেও প্রথম টেস্টে জয় অধরা ছিল। তবে পরের দুটি টেস্টে জিতে সিরিজে পকেটে পুরেছিল ভারতই। এবার ঘরের মাঠে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ফের একই ঘটনা ঘটল। দ্বিতীয় ইনিংসে ৫টি করে উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল ও অশ্বিন। হিসেবটা একেবারে পরিষ্কার। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে চতুর্থ টেস্টে জয় কিংবা নিদেনপক্ষে ড্র করতেই হতে টিম ইন্ডিয়াকে। যদিও ড্র নয়, টেস্টের প্রথম দিন থেকেই জয়ের জন্য ঝাঁপিয়েছিলেন অশ্বিন-রাহানেরা। তার ফলও মিলল হাতেনাতেই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ইনিংসে গোটা একটা দিনও ব্যাট করতে পারেননি ইংরেজ ব্যাটসম্যানরা। তাঁদের ইংনিস শেষ হয়ে যায় মাত্র ২০৫ রানে। বস্তুত, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে ভারতও। তবে সেই ধাক্কা সামলে দলকে ১৬০ রানে লিড এনে দেন ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। ঋষভ সেঞ্চুরি করেন, কিন্তু মাত্র ৪ রানের জন্য শতরান অধরা থেকে যায় ওয়াশিংটনের। উল্টোদিকের ব্যাটসম্যানরা সকলে আউট হয়ে গেলেও, ৯৬ রানে অপরাজিত থাকেন তিনি।

Find out more: