১৪ বছরের সম্পর্ক অবশেষে পরিণতি পেল। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টলিউড অভিনেত্রী জুন মালিয়া। ছেলে শিবেন্দ্র এবং মেয়ে শিবাঙ্গীর উপস্থিতিতেই এক হল চার হাত। রবিবার শহরের এক পাঁচতারা হোটেলে রিসেপশন ছিল। সেখানে হাজির ছিল টলিউড। মিমি, আবির, রাজ-শুভশ্রী, কোয়েল, পরমব্রত-সহ টলিপাড়ার নায়ক-নায়িকারা উপস্থিত ছিলেন সেই হোটেলে। ব্ল্যাক ব্লেজারে ডান্সফ্লোরে আগুন ঝরালেন যিশু। কম যান না শুভশ্রীও। সঙ্গত দিয়ে গেলেন যিশুকে। মাঝে মাঝে ইশারায় ডান্স স্টেপ ও দেখিয়ে দিলেন অভিনেত্রী। গোটা ভিডিয়োটি শেয়ার করেছে শুভশ্রীর এক ফ্যানক্লাব। দেখুন সেই ভিডিয়ো-
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর মোমিনপুরের ব্রিটিশ আদলে তৈরি এক ওয়ারহাউসে বসেছিল বিবাহ বাসর। অনুষ্ঠানে জুন-সৌরভের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন-সহ উপস্থিত ছিলেন জুনের ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবরাও।
click and follow Indiaherald WhatsApp channel