করোনা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। করোনা মোকাবিলায় সারা দেশে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য জুড়ে নেওয়া হয়েছে সতর্কতাও। এই পরিস্থিতিতে ইডেন গার্ডেন্স কোরেন্টাইনের জন্য দিতে প্রস্তুত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এ বিষয়ে সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে কোয়ারেন্টিন কেন্দ্র গড়ে তোলার জন্য ইডেন গার্ডেন্সের ইনডোর ফেসিলিটি ও প্লেয়ারদের ডর্মিটরি পশ্চিমবঙ্গ সরকারকে ব্যবহার করতে দিতে তিনি প্রস্তুত।
click and follow Indiaherald WhatsApp channel