হলিউডে নারী কেন্দ্রীক ছবি দারুন হিট করলেও বলিউডে সেরকম ছবিই খুবই কম চোখে পড়ে। এবার সেই ট্রেন্ডও ঢুকে পড়ল বলিউডে। বিভিন্ন বয়সের অসাধারণ সুন্দরী ও প্রতিভাধর সব মহিলাকে নিয়ে তৈরি হয়েছে শর্ট ফিল্ম 'দেবী'। ছবির সমস্ত বিভাগের সদস্যই মহিলা। শুধু প্রযোজক, আর্ট ডিরেক্টর এবং সহযোগী কয়েকজন সদস্য পুরুষ।
ছবিটি ৯ জন মহিলার জীবন নিয়ে তৈরি। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে এসেছেন তাঁরা। এই মহিলাদের জোর করে একটি ঘরের মধ্যে থাকতে বাধ্য করা হয়েছে। তাঁরা প্রত্য়েকেই একে অপরের সঙ্গে নিজেদের জায়গা শেয়ার করাই নয়, জীবনের সমস্ত গল্প ও দুঃখ শেয়ার করবেন তাঁরা। ছবিটি প্রযোজনা করেছেন নিরঞ্জন লেঙ্গার ও রায়ান স্টিফেন্সের ইলেকট্রিক অ্যাপেলস এন্টারটেনমেন্ট। প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় গল্পটি লিখেছেন। ছবিটির প্রথম পোস্টারে ৯ মহিলার লুক দেখানো হয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel