সারদার পর এবার রোজভ্যালি চিটফান্ড কান্ডের তদন্তে এবার সিবিআই জোর কদমে পদক্ষেপ শুরু করেছে । গতকাল সোমবার  কলকাতা বন্দরের ডিসি ওয়াকার রাজাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । আজ মঙ্গলবার সিবিআই রোজভ্যালি মামলায় কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার-৩ দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই ।
সূত্রের খবর, মঙ্গলবার কলকাতার প্রাক্তন গোয়েন্দা প্রধানের পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে, ওই দলে ছিলেন সিবিআই-এর এক মহিলা আধিকারিক। রোজভ্যালি কেলেঙ্কারির তদন্ত সম্পর্কে জানতেই দময়ন্তীকে জিজ্ঞাসাবাদ বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, রোজভ্যালি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল দময়ন্তী সেনের কাছে। তিনি সে সময় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন। আর্থিক দুর্নীতি সংক্রান্ত সেসব অভিযোগের তদন্ত করেন দময়ন্তী। এ সংক্রান্ত বিষয়ে সেবিতে রিপোর্টও পাঠান তিনি। রোজভ্যালিকাণ্ডের সেই তদন্তের বিষয়ে জানতেই এদিন কলকাতা পুলিশের বর্তমান অতিরিক্ত কমিশনার (৩)-কে সিবিআই জিজ্ঞাসাবাদ বলে খবর।
এবার শোনা যাচ্ছে , রাজীব কুমারকে ফের ডেকে পাঠাতে পারে সিবিআই । রোজভ্যালি কান্ডে অনেক রথি-মহারথি জড়িত আছে বলে অভিযোগ ।


మరింత సమాచారం తెలుసుకోండి: