মাধুরী দিক্ষীত। এই নামটা শুনলেই যেন একটা ডান্স ডান্স বিষয়টা মাথায় চলে আসে। আর হবে নাই বা কেন এক দো তিনও এখনও সুপার ডুপার হিট। এমনকী সে গানের রিমেকও করা হয়েছে। তারপর তেজাব, সাজন, বাম আপকে হেয় কৌন একের পর এক হিট ছবি। কিন্তু বলিউড দিভা ক্যারিয়ারের মাঝ পথে চিকিতসক শ্রীরাম নেনে-র সঙ্গে ঘর বাঁধতে বিদেশে চলে যান, তখন অনেকেই অবাক হয়েছিলেন। বেশ কিছুদিনের বিরতি তারপর আবার ২০০৭ সালে আজা নাচ লে ছবিতে কামব্যাক। তারপর 'গুলাব গ্যাঙ', 'কলঙ্ক', 'টোটাল ধামাল'-সহ একাধিক সিনেমায় আবার সেই মাধুরী জাদু। তবে বিয়ের পর ১৯ বছর কাটিয়ে ২০-তে পা দিলেন মাধুরী এবং শ্রীরাম নেনে। আর ২০ বছরেই একে অপরকে শুভেচ্ছা জানান। যে ছবি প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে পুলে মাধুরী বিকিনি পরে পরে স্বামীর গালে আলতো আদর করছেন। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল।
click and follow Indiaherald WhatsApp channel