ফের একবার ক্রিকেট মাঠে নামতে চলেছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। বুধবার আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে (Motera Stadium) ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ (BCCI president Sourav Ganguly) ও  সচিব জয় শাহ (BCCI secretary Jay Shah)। বিসিসিআইয়ের ২৮ জনের কমিটির প্রত্যেককে দুটি দলের মধ্যে ভাগ করে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আয়োজন করছে বিসিসিআই (BCCI)। একটি দলের অধিনায়কত্ব করবেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) ও অপর দলের অধিনায়ক হবেন জয় শাহ (Jay Shah)।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মোতেরাতেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা (BCCI AGM) আয়োজিত হতে চলেছে।  অন্যদিকে, দেশে ফেরার জন্য মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়া ছাড়লেন বিরাট কোহালি। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি তিনটি টেস্টে নেতৃত্ব দেওয়ার জন্য অধিনায়কত্বের দায়িত্ব বুঝিয়ে দেন অজিঙ্ক রাহানেকে। ভারতীয় দল সূত্রে পাওয়া খবরে জানা গেছে, সতীর্থদের সঙ্গে মিটিং করেন তিনি। প্রথম টেস্টের ভরাডুবির পর দলকে উদ্বুদ্ধ করেন। ওই সূত্র জানিয়েছে, ‘‘আজ (মঙ্গলবার) সকালে কোহালি অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছে। সতীর্থদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়ে গেছে। সবার সঙ্গে কথা বলেছে। সরকারীভবে নেতৃত্বের ভার দিয়ে গেছে রাহানের ওপর। রোহিত শর্মা যেহেতু তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না, তাই রাহানেকে অনেক বড় ভূমিকা নিতে হবে।’’ 

మరింత సమాచారం తెలుసుకోండి: