প্রসঙ্গত, বৃহস্পতিবার মোতেরাতেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা (BCCI AGM) আয়োজিত হতে চলেছে। অন্যদিকে, দেশে ফেরার জন্য মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়া ছাড়লেন বিরাট কোহালি। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি তিনটি টেস্টে নেতৃত্ব দেওয়ার জন্য অধিনায়কত্বের দায়িত্ব বুঝিয়ে দেন অজিঙ্ক রাহানেকে। ভারতীয় দল সূত্রে পাওয়া খবরে জানা গেছে, সতীর্থদের সঙ্গে মিটিং করেন তিনি। প্রথম টেস্টের ভরাডুবির পর দলকে উদ্বুদ্ধ করেন। ওই সূত্র জানিয়েছে, ‘‘আজ (মঙ্গলবার) সকালে কোহালি অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছে। সতীর্থদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়ে গেছে। সবার সঙ্গে কথা বলেছে। সরকারীভবে নেতৃত্বের ভার দিয়ে গেছে রাহানের ওপর। রোহিত শর্মা যেহেতু তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না, তাই রাহানেকে অনেক বড় ভূমিকা নিতে হবে।’’
click and follow Indiaherald WhatsApp channel