সারা আলি খান এবং কার্তিক আরিয়ানের বিচ্ছেদ নিয়ে যখন গুঞ্জন বলিউড জুড়ে, তখনই প্রকাশ্যে এমন এক ছবি যা চমকে দেবে সবাইকে। সারাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন কার্তিক। নিজের (Instagram) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে কার্তিক লেখেন, সারা রোগা হয়ে গিয়েছেন বেশ। আবার তাঁকে আগের মতো চেহারায় ফিরিয়ে আনতে যত্ন করে খাইয়ে দিচ্ছেন বলে জানান (Bollywood) বলিউডের এই অভিনেতা।
click and follow Indiaherald WhatsApp channel