এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় ধাক্কা প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আজ বিকেল সাড়ে ৫টার মধ্যেই তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর নির্দেশে বলেন, ”কোনওভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। বিকেল সাড়ে ৫টার মধ্যে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। প্রয়োজনে তাঁকে গ্রেফতারও করতে পারবে সিবিআই।” এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন পার্থের আইনজীবী। একক বেঞ্চের নির্দেশ হাতে না পাওয়ায় সিবিআইয়ের দফতরে পার্থের হাজিরার নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতিরা। ফলে মঙ্গলবার বিকেলে সিবিআই দফতরে হাজির হতে হচ্ছে না রাজ্যের শিল্পমন্ত্রী পার্থকে। বুধবার সকাল সাড়ে দশটা পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে। মামলার পরবর্তী শুনানি তখনই শুরু হবে।

সিঙ্গল বেঞ্চের পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ প্রসঙ্গে এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের তলব নিয়ে একটি মন্তব্যও করব না। কারণ এটা আদালতে বিচারাধীন বিষয়। ফলে এখানে আমার কিছু বলার নেই।’ উল্লেখ্য, এসএসসির শিক্ষক নিয়োগ ও গ্রুপ ডি-তে নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবারই শিক্ষামন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতি সাপেক্ষে তৈরি স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটিকে ‘বেআইনি’ বলে উল্লেখ করে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছিল অনুসন্ধান কমিটি। রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তৈরি বিশেষ অনুসন্ধান কমিটির রিপোর্টে নাম ধরে ধরে এব্যাপারে গুরুতর অভিযোগ আনা হয়েছিল।

మరింత సమాచారం తెలుసుకోండి: