কলকাতা মেট্রো রেলে আতঙ্ক মুক্ত নিরাপদ যাত্রা সুনিশ্চিত করা, মেট্রোরেলের সংখ্যা বাড়ানো, শূন্য পদে নিয়োগ, বউবাজার কাণ্ডে ভাড়াটিয়া ও বাড়িওয়ালা সহ ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করার দাবিতে সোমবার মেট্রো ভবন অভিযানে সামিল হয় এসইউসিআই কমিউনিস্ট। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের সামনে জমায়েত হয়ে মিছিল করে মেট্রো ভবনে পৌঁছান এসইউসিআই কর্মী-সমর্থকরা। মেট্রো ভবনের গেটে পুলিশ আটকে দেয় তাদের। এসইউসিআইয়ের একটি প্রতিনিধিদল মেট্রো ভবনে গিয়ে কয়েক হাজার যাত্রীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দেন।
এসইউসিআই এর অভিযোগ মেট্রো রেল কর্তৃপক্ষের ব্যর্থতায় দিন কে দিন মেট্রো যাত্রা আতঙ্কের হয়ে উঠেছে। ভাড়া বৃদ্ধি হলেও পরিষেবার কোন উন্নতি হয়নি। যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে একেবারেই নজর নেই কর্তৃপক্ষের। বউবাজার কাণ্ডের পর সেখানকার বাসিন্দারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। মেট্রো কর্তৃপক্ষ দ্রুত যথাযথ উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এসইউসিআই কমিউনিস্ট। এর আগে শিল্পি সাহিত্যিক রাও এই মেট্রোর অব্যাবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়ে ছিল । এই  এস ইউ সি আই কেন্দ্রের সমালোচনা করা ছেড়ে দিয়েছে । যখন একজন নাট্য শিল্পি প্রান হারায় তখন এদের দেখা যায়নি । আজ এরা হয়ত কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শাহস দেখায় না । হয়ত কমিউনিস্ট রা শুধু রাজ্য রাজনীতিটাই চিনেছে । জানি না কতটা প্রাসঙ্গিক বা সদর্থক ভুমিকা পালন করতে পয়ারবে ।


Find out more: