করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বলিউড অভিনেতা যেভাবে এগিয়ে এসেছে সেটা যথেষ্ট প্রশংসনীয়। গরিব মানুষের জন্য তাঁর এই পরিশ্রম, তাঁকে দেশবাসীর কাছে বাস্তবের 'নায়ক' করে তুলেছে। শুধু পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেই খান্ত হয়েছেন এমনটা নয়। শ্রমিকদের জন্য যাত্রাপথের প্রয়োজনী PPE কিট, খাবার, সবেরই ব্যবস্থা করেছেন অভিনেতা। সোনু সুদের এমন পদক্ষেপে মুগ্ধ কিছু নেটিজেন তাঁকে 'ভারত রত্ন' দেওয়ার দাবি তুলেছেন। সম্প্রতি, তাঁর এই কাজে খুশি হয়ে সোনুকে রাজভবনে ডেকে পাঠান মহারাষ্ট্রের রাজ্যপাল। সরকারিভাবে তাঁকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এরই মাঝে বি-টাউনে জোর গুঞ্জন সোনু নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন। সত্যিই কি রাজনীতিতে আসছেন সোনু? সম্প্রতি, Gulf News-কে দেওয়া সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। সোনু সুদ বলেন, ''আমি অভিনেতা হিসাবে ভীষণই খুশি। বর্তমানে এই পেশায় উন্নতি করার সুযোগ পাচ্ছি। আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না।''
click and follow Indiaherald WhatsApp channel