পানামা পেপার কাণ্ডে ইডি দফতরে পৌঁচলেন ঐস্বর্য রাই বচ্চন। সংবাদসংস্থা এএনআই জানিয়েছিল, বিদেশে প্রচুর সম্পত্তি রাখার জন্যই তলব করা হয় ঐশ্বর্যাকে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। অতীতেও তাঁকে দু’বার তলব করা হয়েছিল অভিষেক-ঘরনিকে। তখন সময় চেয়ে নিয়েছিলেন তিনি। তবে এ বার আর জিজ্ঞাসাবাদের পালা এড়াতে পারলেন না ‘বচ্চন-বহু’। জানা যাচ্ছে, বিদেশে সম্পত্তি গচ্ছিত রাখা নিয়ে ঐশ্বর্যকে প্রশ্ন করবে ইডি। ২০০৫ সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানিকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। পানামা নথি হল ১ কোটি ১৫ লক্ষ গোপন নথি, যা ২০১৬ সালের এপ্রিল মাসে ফাঁস হয়েছিল। এই পানামা নথিতে নাম থাকায় আদালতের নির্দেশে পাকিস্তানে প্রধানমন্ত্রিত্ব খোয়াতে হয়েছে নওয়াজ শরিফকে। 

অন্যদিকে, দীর্ঘদিন ধরেই চলছে পানামা পেপার্স মামলা। তদন্তে দেশের অনেক বড় ব্যক্তিত্বদেরও তলব করেছে ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রশ্নের তালিকা তৈরি করে ফেলেছেন ইডি আধিকারিকরা। প্রসঙ্গত, পানামা পেপারস মামলায় ভারতের প্রায় ৫০০ জন ভারতীয়র নাম জড়িয়েছে। তাদের মধ্যে অভিনেতা, ক্রীড়াবিদ, ব্যবসায়ী সমস্ত বিশিষ্টজনের নাম রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই কর ফাঁকির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই শুল্ক দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। প্রসঙ্গত, পানামা পেপারস মামলায় ভারতের প্রায় ৫০০ জন ভারতীয়র নাম জড়িয়েছে। তাদের মধ্যে অভিনেতা, ক্রীড়াবিদ, ব্যবসায়ী সমস্ত বিশিষ্টজনের নাম রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই কর ফাঁকির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই শুল্ক দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: