পুজোর গান এখন অনেক কম হলেও,
একেবারে যে হয় না এমনটা নয়। এবথপ পুজোয় গান রেকর্ড করলেন মোনালি ঠাকুর। আর সেই গান
রেকর্ড করতে করেত গানের তালে নাচনেলও তিনি। যে ভিডিয়োটি প্রকাশ পেয়েছে তাতে দেখা
যাচ্ছে, সবুজ পাড়ের লাল শাড়ি পরে যখন ‘দুগ্গা এলো’ গাইছেন, তখন নিজেও নেচে উঠলেন।
সম্প্রতি প্রকাশ পেয়েছে মোনালির গাওয়া ‘দুগ্গা এলো’। লিখেছেন ইন্দ্রনীল দাস এবং সুর দিয়েছেন গুড্ডু। ইউটিউবে প্রকাশ পাওয়ার পরই ভিউ বাড়ছে চোখে পড়ার মতো। এই গানে পুজোর আমেজ যেমন রয়েছে তেমনি রয়েছে অনুভব। শুনে নিন সেই গান -
click and follow Indiaherald WhatsApp channel