টলিউডে একের পর এক সেলেব করোনায় আক্রান্ত হচ্ছেন। গতকালই সোহম চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়ের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়। কয়েকদিন আগেই আক্রান্ত হয়েছেন, মিমি চক্রবর্তী, রাজ-শুভশ্রী, দেব-রুক্মিনী, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়রা। আগে থেকেই জ্বরে আক্রান্ত ছিলেন রুক্মিণী। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। এরপর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি নিজেই। 

এখানেই শেষ নয়, করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর 'অচেনা উত্তম' শ্যুট করতে গিয়েছিলেন তিনি। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য পরিবারের সবাইকে স্বামী সঞ্জয় এবং পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন তিনি। ফিরে এসে ঠান্ডা লাগে সকলের। পরীক্ষা করে দেখা যায় সঞ্জয় ছাড়া সকলের পরীক্ষার ফল পজিটিভ।

অন্যদিকে, শনিবার, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় মোট এক লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২। দৈনিক সংক্রমণের হার ৯.২৮ শতাংশ। সুস্থতার হার ৯৭.৫ শতাংশ। দেশে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা চার লক্ষ ৭২ হাজার ১৬৯। সব থেকে বেশি আক্রান্ত পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মোট ৪০ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২৩১ জন। পশ্চিমবঙ্গের পরে আক্রান্ত হওয়ার নিরিখে রয়েছে যথাক্রমে দিল্লি (১৭ হাজার ৩৩৫), তামিলনাড়ু (আট হাজার ৯৮১) এবং কর্নাটক (আট হাজার ৪৪৯)।

మరింత సమాచారం తెలుసుకోండి: