এবার বাংলা ওয়েব সিরিজে(Bengali Web Series) মাইথোলজিক্যাল থ্রিলার(Mythological Thriller)। ওটিটিতে আসছে নতুন সিরিজ অমৃতের সন্ধানে(Amriter Sondhane)। অমরত্বের রহস্য লুকিয়ে রয়েছে এক প্রাচীন পুঁথিতে।সেই নিয়েই রহস্যের ঘনঘটা। সিরিজে অভিনয় করেছেন দেবাশিস মণ্ডল ও সৌরসেনী মৈত্র (Debasish Mondal & Sauraseni Maitra)। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা চন্দন রায় সান্যালকেও (Chandan Roy Sanyal)। সিরিজটি পরিচালনা করেছেন অভিনন্দন দত্ত (Abhinandan Dutta)। ১৪এপ্রিল থেকে শুরু হচ্ছে অমৃতের সন্ধানে-র স্ট্রিমিং।

''কথায় বলে,জন্মিলে মরিতে হবে,অমর কে কোথা কবে?'' অবশ্য সত্যিই যদি পাওয়া যায় অমরত্ব লাভের সুযোগ,মুক্তি মেলে মৃত্যু ও জরার কবল থেকে চিরকাল মুক্তি। ঘোর কল্পনা হলেও তাঁর তুলনায় বোধহয় পৃথিবীর অন্য সব সুখ নেহাৎই ক্ষুদ্রাতিক্ষুদ্র। অমরত্বের গূঢ় রহস্যের খোঁজ রয়েছে এক প্রাচীন পুঁথিতে।যার দাবিদার কপিলেশ্বর চক্রবর্তী।কিন্তু ঘাতকের হাতে খুন হয়ে যান কপিলেশ্বর।খোয়া যায় সেই দূর্লভ পুঁথিটিও।তার বেশ কিছুবছর পর সেই পুঁথির সন্ধানে বারাণসী পাড়ি দেন গবেষক দিশা চ্যাটার্জি।কিন্তু অমরত্বের পুঁথি উদ্ধার করতে গিয়ে সে দেখে ওই পুঁথির খোঁজ জানে এমন একের পর এক মানুষ খুন হয়ে যাচ্ছেন।কিন্তু শেষ পর্যন্ত কি দুর্বৃত্তদের হাত থেকে উদ্ধার হল অমরত্বের পুঁথি নাকি শেষ পর্যন্ত বিপদে পড়ল দিশা ও তাঁর সঙ্গী।কি অভিশাপ লুকিয়ে আছে সেই প্রাচীন পুঁথিতে।সত্যিই কি পাওয়া যেতে পারে অমর জীবন।জানতে হলে ওটিটিতে অবশ্যই দেখতে হবে মাইথোলজিক্যাল থ্রিলার অমৃতের সন্ধানে।

మరింత సమాచారం తెలుసుకోండి: