বাবা রেকর্ড ভোটে জিতেছেন উচ্ছ্বসিত মেয়ে সোনাক্ষী সিনহা(Sonakshi Sinha)। সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ল সেই উচ্ছ্বাস। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের উত্তেজনার বহিঃপ্রকাশ করেন নায়িকা। আসানসোলে সকাল থেকেই এগিয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা। প্রথম থেকেই এই উপনির্বাচনে তৃণমূলের অন্যতম হেভিওয়েট প্রার্থী ছিলেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা আগেই তাঁর জেতার অনুমান করলেও শনিবার ছিল টান টান উত্তেজনা। তবে ভোটের ফল ঘোষণা না হওয়া অবধি এতোদিন কোনও উদ্দীপনা দেখা গেয়নি তাঁর মেয়ের মধ্যে। শনিবার সকাল থেকে অবশ্য সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের মুডে ছিলেন সোনা ও তাঁর ভাই লব।

সোনাক্ষীর দাদা লভ সিংহও প্রভাবশালী পিতার গর্বে গর্বিত পোস্ট করেন। তাতে লেখেন, ‘শত্রুঘ্ন এখন মূর্তিমান অনুপ্রেরণা।’ সেই সঙ্গে তাঁকে বিপুল ভোটে জয়ী করার জন্য আসানসোলবাসীকেও ধন্যবাদ জানান লভ। দাদার পোস্ট নেট মাধ্যমে ভাগ করে নেন সোনাক্ষী। সঙ্গে লেখেন, ‘অ্যান্ড দ্য উইনার ইজ...’ স্পষ্টই ফেটে পড়েন পিতৃগর্বের উল্লাসে। বিজেপি ছেড়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহার থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন শত্রুঘ্ন। কিন্তু বিজেপির প্রার্থী রবিশঙ্কর প্রসাদের কাছে হেরে যান। এর পরই রাজনীতির তৃতীয় ইনিংস শুরু করেন তৃণমূল দিয়ে। যার প্রথমেই ছক্কা। শনিবার ফল ঘোষণার প্রথম দিকে কিছুটা লড়াই দিয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। কিন্তু বেলা যত গড়ায়, ততই প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে তরতরিয়ে এগিয়েছেন শত্রুঘ্ন। ৩৭ হাজার থেকে ৬৮ হাজার হয়ে এক লাখ, তার পর ১ লাখ ৪০ হাজার... ভোটের ফারাক বাড়তে থাকে। শত্রুঘ্ন ভাঙছেন বাবুলের রেকর্ডও।

Find out more: