মেইনস্ট্রিম কমার্শিয়াল ছবির পাশাপাশি বাংলা ভিন্নধারার ছবিতেও পরিচিত মুখ হয়ে উঠেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি কাবেরী অন্তর্ধান-এ কাবেরীর চরিত্রে নজর কেড়েছেন শ্রাবন্তী।পাশাপাশি উত্তম কুমারের বায়োপিক অচেনা উত্তম ছবিতে গৌরীদেবীর ভূমিকাতেও দেখা গিয়েছে টলি অভিনেত্রীকে।অন্যদিকে গতবছরের অন্যতম সেরা বাংলা ছবি অনীক দত্ত পরিচালিত অপরাজিত সাফল্য পাওয়ার পর থেকে প্রচারের আলোয় রয়েছেন জিতু কমল।সত্যজিৎ রায়ের আদলে ছবির নায়ক অপরাজিত রায়কে গড়েছেন পরিচালক অনীক দত্ত।অপরাজিত রায় কি করে তার প্রথম ছবি পথের পদাবলী তৈরি করলেন সেই নিয়েই তৈরি হয়েছে অপরাজিত।ছবিতে অপরাজিত রায়ের চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল।সত্যজিৎ রূপী জিতুর লুক প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।এবার ভিন্নধারার ছবি থেকে বেড়িয়ে বাবুসোনা-র মতো মুলধারার বানিজ্যিক ছবিতে অভিনয় করবেন জিতু কমল।ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে।ছবিটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ।ইতিমধ্যেই বেশ কিছু ছবি তৈরি করে সারা ফেলে দিয়েছেন তিনি।এবার পরিচালক ময়দানে নামছেন নতুন ছবি বাবুসোনা নিয়ে।মে মাসেই লন্ডনে শ্যুটিং শুরু করবেন তিনি।ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিনেত্রী পায়েল সরকার,আলেকজান্দ্রা টেলর,সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও আরও অনেকেই।
click and follow Indiaherald WhatsApp channel