সইফ আলি খানের কন্যা সারা আলি খান আর অভিনেতা কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। সেই জল্পনায় ঘৃতাহুতি হয়েছিল কার্তিক আরিয়ান যখন সারাকে খাইয়ে দেওয়ার ছবি পোস্ট করেন। এরই মধ্যে সারাকে বৌদি বলে সম্বোধন এক ভক্ত। সেই ভিডিয়ো এখন ভাইরাল। ইমতিয়াজ আলির পরিচালিত কার্তিক-সারার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির শুট করতে পাহাড়ি জায়গায় গিয়েছিলেন তাঁরা। স্টারসুলভ ব্যবহার কার্তিকের নেই বলেই ইন্ডাস্ট্রিতে সুনাম। তাই কাজের ফাঁকে পাহাড়ি রাস্তায় বেরিয়ে পড়েছিলেন ফুটবল খেলতে। এমন সময়ে সারাকে সেখানে দেখতে পেয়েই একটি ছেলে কার্তিককে উদ্দেশ্য করে সারাকে শুনিয়ে 'বৌদি' বলতে থাকে।
click and follow Indiaherald WhatsApp channel