‘হিন্দি দিবস’ উপলক্ষে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ হিন্দি ভাষার হয়ে সওয়াল করতে গিয়ে বলেন যে কোনও ভাষা যদি দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারে, তবে তা হল হিন্দি। কারণ, ওই ভাষাতেই দেশের বহু মানুষ কথা বলেন। অমিতের ওই মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল। ইতিমধ্যে অনেকেই বিজেপি সভাপতির ওই মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন। সেই আবহে এ বার অমিতের ‘ভাষা-তত্ত্ব’ নিয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের মাতৃভাষা ও সংস্কৃতিকে সম্মান দেখানোর পক্ষেই সওয়াল করেছেন তিনি।
দেশে ব্যবহৃত সব ভাষাই স্বতন্ত্র, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং তাৎপর্য রয়েছে, এ কথা মেনে নিয়েও এ দিন হিন্দির ব্যবহার বাড়ানোর পক্ষেই ব্যাট ধরেছিলেন অমিত শাহ। এর পরেই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘হিন্দি দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমান ভাবে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি কিন্তু মাতৃভাষাকে কখনই ভোলা উচিত নয়।’
রাজনৈতিক মহলের একাংশের মতে অমিত শাহের মন্তব্যের বিরোধিতা করে পাল্টা টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির বিরোধিতা করার কাজটিও একইসাথে করে ফেলেছেন।
গত জুন মাসেই জাতীয় শিক্ষা নীতির খসড়ায় হিন্দি ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছিল। কিন্তু, তা নিয়ে তীব্র শোরগোল ওঠে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। পরিস্থিতি আঁচ করেই বিষয়টি নিয়ে নতুন করে পদক্ষেপ করেনি কেন্দ্রীয় সরকার।কিন্তু তখনকার মত বিতর্ক ধামাচাপা পড়লেও এদিনের অমিত শাহের বক্তব্য যে আবার নাড়া দিয়েছে সেই বিষয়ে বলার অপেক্ষা রাখেনা।
click and follow Indiaherald WhatsApp channel