2020 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচিতে  ভারতীয় পাসপোর্ট ৮৪ নম্বর স্থানে। নতুন প্রতিবেদন অনুসারে এখন যে কোন ভারতীয় বিশ্বব্যাপী ৫৮ টি দেশে‌ বিনা ভিসাতেই গন্তব্য স্থানে যেতে পারবে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক সংস্থা হেনলে এবং পার্টনার্স একটি তথ্য দেন। সেখানে পাসপোট ইন্ডেক্স এর সম্বন্ধে লেখা  আছে। পাসপোট ইন্ডেক্স হলো এমন একটি ইন্ডেক্স যেখানে বিভিন্ন দেশ গুলোকে র্্যাঙ্কিং দেওয়া হয় এই হিসাবে যে তাদের দেশের লোকেরা কতগুলো দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবে ।

191 টি দেশে ভিসা ফ্রী পৌঁছে যাওয়ার সুযোগ দেওয়ায় সাথে জাপান বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকায় শীর্ষে রয়েছে। যেখানে ভারতের স্থান 2019 সালে 82 নম্বর স্থান থেকে নেমে 2000 কুড়িতে 84 নম্বর স্থানে এসে দাঁড়িয়েছে  ।


বিশ্বের শীর্ষ দশ সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হল: 

১. জাপান : ভিসা ফ্রী প্রবেশ অধিকার ১৯১ টি দেশে।

২. সিঙ্গাপুর : ভিসা ফ্রী প্রবেশাধিকার ১৯০ টি দেশে।

৩. জার্মানি , দক্ষিণ কোরি়ায় : ভিসা ফ্রী প্রবেশাধিকার ১৮৯ টি দেশে

৪. ফিনল্যান্ড , ইতালি : ভিসা ফ্রী প্রবেশাধিকার ১৮৮ টি দেশে

৫. ডেনমার্ক, Luxembourg , স্পেন : ভিসা ফ্রি প্রবেশাধিকার ১৮৭ টি দেশে

৬. ফ্রান্স , সুইডেন : ভিসা ফ্রি প্রবেশাধিকার ১৮৬ টি দেশে

৭. অস্ট্রেলিয়া ,আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড : ভিসা ফ্রি প্রবেশাধিকার ১৮৫ টি দেশে

৮. বেলজিয়াম গ্রীস নরওয়ে  ইউকে ইউএসএ : ভিসা ফ্রি প্রবেশাধিকার ১৮৪ টি দেশে

৯. অস্ট্রেলিয়া ,কানাডা, চেক রিপাবলিক মালতা ,নিউজিল্যান্ড: ভিসা ফ্রি প্রবেশাধিকার ১৮৩ টি দেশে।

১০. হাঙ্গারি লিথুনিয়া স্লোভাকিয়া : ভিসা ফ্রি প্রবেশাধিকার ১৮১ টি দেশে

আফগানিস্তানের পাসপোর্ট হল বিশ্বের সবচেয়ে খারাপ পাসপোর্ট এবং পাসপোর্ট সূচি 2020 প্রতিবেদন অনুসারে পাকিস্তানের চতুর্থ অবস্থানে রয়েছে ।

 ভারতীয় পাসপোর্টধারীরা 54 টি গন্তব্যস্থলে ভিসা ফ্রী ভ্রমণ করতে পারেন , যেমন ভুটান ,ক্যাম্বোডিয়া ,ইন্দোনেশিয়া, ম্যাকাও, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড, কেনিয়া, মরিশাস, জিম্বাবুয়ে, ইউগান্ডা, ইরান এবং কাতার।  এই দেশগুলো ছাড়া অন্য দেশে যেতে গেলে ভারতীয় পাসপোর্ট ধারীদের ভিসা করাতে হবে ।

বিশ্বের সবচেয়ে খারাপ পাসপোর্টধারী দেশগুলো হল: 

১. আফগানিস্তান : ভিসা ফ্রী প্রবেশাধিকার মাত্র ২৬ টি দেশে

২. ইরাক : ভিসা ফ্রী প্রবেশাধিকার ২৮ টি দেশে

৩. সিরিয়া : ভিসা ফ্রী প্রবেশাধিকার ২৯ টি দেশে

৪.  পাকিস্তান সোমালিয়া : ভিসা ফ্রী প্রবেশাধিকার ৩২ টি দেশে

৫. Yemen : ভিসা ফ্রী প্রবেশাধিকার ৩২ টি দেশে

৬. লিবিয়া : ভিসা ফ্রী প্রবেশাধিকার ৩৭ টি দেশে

৭.  নেপাল এবং পাকিস্তান : ভিসা ফ্রী প্রবেশাধিকার ৩৮ টি দেশে

৮. উত্তর কোরিয়া , সুদান : ভিসা ফ্রী প্রবেশাধিকার ৩৯ টি দেশে

৯.  কসোভো , লেবানন : ভিসা ফ্রী প্রবেশাধিকার ৪০ টি দেশে

১০. বাংলাদেশ ,কঙ্গো,  ইরান  : ভিসা ফ্রী প্রবেশাধিকার ৪১ টি দেশে।

మరింత సమాచారం తెలుసుకోండి: