আদালত সময়সীমা বেঁধে দিয়েছিল তিন মাসের৷ সেই সময়সীমা শেষ হওয়ার চারদিন আগেই অযোধ্যায় রামমন্দির নির্মাণের ট্রাস্ট গঠন করে ফেলল কেন্দ্রীয় সরকার৷
বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়৷ পরে লোকসভায় ট্রাস্ট নির্মাণ সংক্রান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
আরও পড়ুন: সংসদে রামমন্দির নির্মাণ নিয়ে বড় ঘোষণা মোদীর
আর তা করতে বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী৷ লোকসভায় নিজের আসনে দাঁড়িয়ে বক্তৃতা করার সময় তিনি জানালেন, কোটি কোটি দেশবাসীর মতো রামমন্দিরের বিষয় তাঁরও হৃদয়ের কাছাকাছি৷ রামমন্দির নিয়ে যেকোনও ঘোষণা করাকে তিনি পরম সৌভাগ্যের বলে মনে করেন৷
দেখুন মোদীর বক্তৃতার ভিডিও৷

প্রসঙ্গত, ৪৯০ বছর ধরে চলা রামমন্দির-বাবরি মসজিদ বিতর্কে ইতি পড়ে গত বছরের ৯ নভেম্বর৷ সেদিনই অযোধ্যায় রামমন্দিরের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট৷ অযোধ্যায় রাম জন্মভূমি ও বাবরি মসজিদ বিতর্কের যাবতীয় কেন্দ্র যে জমি ছিল, সেই জমির পুরোটাই রামমন্দিরের জন্য বরাদ্দ করে দেশের শীর্ষ আদালত৷
ওই রায়ে রামমন্দির নির্মাণের দায়িত্ব কেন্দ্রের হাতেই সঁপে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত নির্দেশ দেয়, তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে একটি ট্রাস্ট তৈরি করে অযোধ্যায় রামমন্দির নির্মাণে পদক্ষেপ করতে হবে৷ সেই সময়সীমা শেষ হবে ৯ ফেব্রুয়ারি৷
আরও পড়ুন: মোদীকে তাড়াতে বিদেশি বিনিয়োগ! বলে কি
তার আগে বুধবার সংসদে দাঁড়িয়ে মোদী ঘোষণা করলেন রামমন্দির নির্মাণে ট্রাস্ট তৈরির কথা৷ এদিন তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা এ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে৷ ওই ট্রাস্টের নাম হবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র৷
লোকসভায় মোদীর ঘোষণা, ওই ট্রাস্টের হাতেই সব জমি দেওয়া হবে৷ ট্রাস্ট হবে স্বশাসিত৷ তারাই মন্দির নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ করবে৷

మరింత సమాచారం తెలుసుకోండి:

ram