মালাইকা অরোরার পরে আরও এক বলি নায়িকা গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হলেন। মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। পায়ে চোট পেয়েছেন তিনি। পড়েছে সেলাই। সোমবার মহাকাল দর্শন করতে যাচ্ছিলেন তনুশ্রী। গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায় রাস্তায়। তার পরেই দুর্ঘটনা। সে কথা নিজেই জানিয়েছেন বলি নায়িকা। ইনস্টাগ্রামে পরপর কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন মন্দির প্রাঙ্গনে। মাথায় লাল টিকা এবং হলুদ লাগানো। শেষের ছবিতে কেবল তাঁর পা দেখা যাচ্ছে। পা কেটে রক্ত পড়ছে।

অন্যদিকে, কিছুদিন আগেই হিন্দি আমাদের রাষ্ট্রভাষা লিখে বিতর্কের সূচনা করেন অজয় দেবগণ(Ajay Devgn)। পাশাপাশি দক্ষিণ ভারতীয় ছবিকেও(South Indian Film) তোপ দাগেন অভিনেতা। এরপরই অজয় দেবগণকে নিয়ে শুরু হয় ট্রোলিং। অজয়কে উত্তর দেন  অভিনেতা কিচ্চা সুদীপ। হিন্দি ভাষা কি রাষ্ট্রভাষা হওয়া উচিত সে বিষয়ে এবার মতামত রাখলেন সোনু নিগম। অভিনেতা কিচ্চা সুদীপ এবং অজয় দেবগণের মধ্যে এই নিয়ে বিতর্কে ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক নেতা তাঁদের মতপ্রকাশ করেছেন। দুই অভিনেতা তাঁদের ভাষা বিতর্কে ইতি টানলেও এই বিতর্ক এত সহজে পিছু ছাড়বে না বলিউডের(Bollywood)। সোনু নিগমের(Sonu Nigam) এই বিষয়ে মতামত তারই প্রমাণ। সম্প্রতি একটি অনুষ্ঠানে সোনু বলেন যে,'হিন্দি আমাদের রাষ্ট্রভাষা একথা সংবিধানে কোথাও লেখা নেই। ভারতে হিন্দি ভাষাভাষীর সংখ্যা সর্বাধিক হলেও হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়। জোর করে এটি রাষ্ট্রভাষা করতে গেলে দেশের মধ্যেই ফাটল ধরবে। বিশ্বের প্রাচীনতম ভাষা তামিল না সংস্কৃত তা নিয়ে একটা বিতর্ক রয়েছে। কিন্তু লোক বলে তামিলই হল বিশ্বের প্রাচীনতম ভাষা।'

మరింత సమాచారం తెలుసుకోండి: