প্রায় দেড় মাস পর দৈনিক আক্রান্ত নেমেছিল ২ লক্ষের নীচে। কিন্তু বুধবার তা ফের ২ লক্ষের গন্ডির উপরে উঠল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন। মোট আক্রান্ত পৌঁছল ২ কোটি ৭৩ লক্ষ ৬৯ হাজার ০৯৩ জনে। বুধবার ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৪ হাজার ১৫৭ জন। বৃহস্পতিবার সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩ হাজার ৮৪৭ জনে। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ২৩৫। মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । তারপর রয়েছে কর্ণাটক। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ২ লক্ষ ৪৩ হাজার ১৩৫।

অন্যদিকে, ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্ক কাটতে না কাটতেই ফের ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্ক কাটতে না কাটতেই ফের ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।   পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড় হতে পারে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। আবহাওয়া দফতর পূর্বাভাস দেওয়ার আগেই সকাল ৮টা নাগাদ অবশ্য দক্ষিণ-পশ্চিম দিক থেকে একপ্রস্থ ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে আলিপুর চিড়িয়াখানা ও সংলগ্ন এলাকায়। যদিও সেই ঝড় বেশি ক্ষণ স্থায়ী হয়নি। হাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৮ কিলোমিটার।

మరింత సమాచారం తెలుసుకోండి: