পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা ভোট হয়েছে অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ২ মে। গত কয়েক দিন ধরেই বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল, ফলাফল ঘোষণার পর বিজয়মিছিল বা সমাবেশ বন্ধ করা হোক। না হলে সংক্রমণ আরও দ্রুত গতিতে বেড়ে যাবে। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে সারা দেশে অত্যন্ত দ্রুত হারে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যাবৃদ্ধির প্রেক্ষিতে ওই সব বিজয়মিছিল ও সমাবেশের উপর মঙ্গলবার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় কী কী থাকবে, তা মঙ্গলবারই সবিস্তারে ঘোষণা করা হবে।

অন্যদিকে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর গবেষণায়দেখা গিয়েছে, সঠিক ভাবে সামাজিক দূরত্ব বিধি না মেনে চললে, এক জন করোনা রোগীর থেকে এক মাসের মধ্যে ৪০৬ জন সংক্রমিত হতে পারেন। তার জন্য লকডাউনের বিকল্প নেই। সংক্রমণের হার বৃদ্ধির জন্য দায়ী সামাজিক দূরত্ব বিধি মেনে না চলা। সোমবার এ নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব অগরওয়াল। সেখানেই এই তথ্য তুলে ধরা হয়। করোনা ৬ ফুটের বেশি দুরত্বেও ছড়াতে পারে। তাই সব সময় মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি নিভৃতবাসে থাকাকালীনও। মাস্ক না পরলে সংক্রমণের হার দাঁড়াচ্ছে ৯০ শতাংশে। মাস্ক পরলে সংক্রমণের হার কমে দাঁড়াবে ৩০ শতাংশে। সবসময় সর্বক্ষণ সকলেই মাস্ক পরে থাকলে সংক্রমণ কমে যাবে ১.৫ শতাংশে।

మరింత సమాచారం తెలుసుకోండి: