এক ধাক্কায় ধস চিকেন বাজারে। ভুয়ো খবরো ছেয়েছে সামাজিক মাধ্যম। তার জেরে মাশুল গুনতে হচ্ছে পোল্ট্রির ক্ষেতয়াল থেকে কোম্পানি। দেশ জুড়ে চিকেন খাওয়া কমে গেছে কয়েক শতাংশ। যার জেরে মাত্র ১৫ দিনে পোলট্রি সেক্টরে ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে ₹১০০ কোটি।
মহারাষ্ট্রের রাজ্য পশুপালন দফতরের এক আধিকারিক জানান, করোনাভাইরাস ঘিরে গুজবের ঠেলায় লোকে অস্থির। চিকেন থেকে করোনাভাইরাস ছড়াচ্ছে, এমন রটনাও সোশ্যাল মিডিয়াগুলির মাধ্যমে ছড়াচ্ছে। যার জেরে ভয়ে লোকে চিকেন কেনাই বন্ধ করে দিয়েছে। ওই আধিকারিকই জানান, সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ভুয়ো খবর ছড়ানোর জেরে ১৫ দিনে ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে পোলট্রি সেক্টরে। এই ক্ষতির অঙ্ক আরও বাড়বে বলেই তাঁর ধারণা। ক্ষতির বিশদ ব্যাখ্যা দিয়ে তিনি জানান, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ানোর আগে দৈনিক ৩,৫০০ মেট্রিক টন করে চিকেন বিক্রি হত। এখন তা নেমে এসেছে দৈনিক ২০০০ মেট্রিক টনে। চিকেন নিয়ে মানুষের মনে গেঁথে-বসা এই ভীতি কাটাতে সরকারি তরফে মহারাষ্ট্রে ব্যাপক প্রচারও শুরু হয়েছে। তাতে দৈনিক বিক্রি ২০০০ মেট্রিক টনটা বেড়ে ২৫০০ মেট্রিক টন হয়েছে। কিন্তু, চিকেন-ভীতি এখনও পুরোপুরি কাটেনি।
click and follow Indiaherald WhatsApp channel