রবিবারও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে মাঝে মাঝে উঁকি দেবে সূর্য। বাড়বে উত্তাপ। সন্ধ্যায় ইস্ট-মোহন ডার্বি, তারপরই এশিয়া কাপের ভারত-পাক মহারণ আজ। দক্ষিণবঙ্গে উড়ো মেঘের কারণে হঠাৎ বৃষ্টি নামতে পারে রবিবারও। ভোরের দিকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে। যদিও বেলা বাড়তে সূর্যের তাপ কিছুটা বেড়েছে। তবে আজ গোটা দিন দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। তবে আজ থেকে দক্ষিণবঙ্গে ক্রমেই বৃষ্টির পরিমাণ কমবে। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। তবে লাগাতার বৃষ্টি বা ভারী বর্ষণের সম্ভাবনা কম দক্ষিণে। বঙ্গোপসাগরের উপর কোনও নিম্নচাপের পরিস্থিতি না হওয়ার জন্যই আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এর সঙ্গে বাড়বে তাপমাত্রা।

অন্যদিকে, হাইকোর্টে ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। এবার কি তাহলে বাসের ভাড়া বাড়ছে? 'ভাড়া বাড়াতে আগ্রহী নই', স্পষ্ট জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বললেন, 'বেসরকারি বাসে ভাড়া চার্ট ঝোলানো হবে'। খাতা -কলমে ভাড়া বাড়েনি। তাহলে বেসরকারি বাসে উঠলেই ৭ টাকার বদলে কেন ১০ টাকা দিতে হচ্ছে যাত্রীদের? জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। নির্দিষ্ট মেনে বাস ও মিনি বাসে ভাড়া নেওয়া হচ্ছে কিনা, সে বিষয়ে রাজ্য়কে হলফনামা দিতে নির্দেশ দেন প্রধান বিচারপতি  প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। কিন্তু নির্দিষ্ট সময়ে সেই হলনামা জমা দিতে পারেনি পরিবহণ দফতর। স্রেফ ভর্ৎসনা নয়, রাজ্যকে ১০ হাজার জরিমানা করেছে হাইকোর্ট। বুধবার মামলার শুনানিতে রাজ্য়ের কাছে আদালত জানতে চায়, 'মিনি বাস ও বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে কেন মির্দিষ্ট সময়ে কেন হলফনামা দিতে পারল পরিবহণ দফতর? তাদের কাছে কি পর্যাপ্ত তথ্য় নেই'?

మరింత సమాచారం తెలుసుకోండి: