ভারতকে বাঁচাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে হবে। শুধু জিতলেই হবে না সেই ব্যবধান যাতে এক লক্ষ হয় তা-ও নিশ্চিত করতে হবে। রবিবার ভবানীপুরের ভোট প্রচারে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মমতাকে এক লক্ষ ভোটে জেতাতে হবে নইলে ভারতকে বাঁচানো যাবে না। আপনাদের ভোটে জিতে বিজেপি-র বিরুদ্ধে লড়াই করবেন তিনি।”

পাশাপাশি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ভিন রাজ্যে এবার নজর দেবে তৃণমূল কংগ্রেস। আর শুধু কয়েকটা আসন জিততে নয় বরং রাজ্যের ক্ষমতা দখলই হবে উদ্দেশ্য। সেই লক্ষ্যেই অসম ও ত্রিপুরায় সংগঠন বিস্তারে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার পশ্চিম উপকূলের গোয়াতেও পৌঁছে গেল ঘাসফুল। প্রকাশিত হল তৃণমূলের লোগো এবং স্লোগান। উপনির্বাচনের প্রচারমঞ্চে অভিষেক বলেন,'' বাংলা জয়ের পর আপনারা জানেন না কত চিঠি, কত ইমেল আমরা পেয়েছি। সবাই বলছে, তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে তাড়াতে চাই।''

গোয়ায় সংগঠন বিস্তারের জন্যে পৌঁছে গিয়েছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন এবং হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের গোয়া টুইটার হ্যান্ডলে বলা হয়েছে,''রাজ্যের মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধ তৃণমূল কংগ্রেস। এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন এমন নেতাই বেছে নেব। বিশ্বাসযোগ্যতাই আমাদের নেতা বাছাইয়ের মানদণ্ড।'' এর সঙ্গে  ডেরেক ও'ব্রায়েন একটি বিবৃতি দিয়ে বলেছেন,'তৃণমূলে কোনও হাইকম্য়ান্ড সংস্কৃতি নেই। স্থানীয় নেতাই দলকে এগিয়ে নিয়ে যাবেন।''  

మరింత సమాచారం తెలుసుకోండి: