নতুন আক্রান্তের সংখ্যা প্রতি দিনই কমছে। নতুন সংক্রমণ ক্রমশ নিম্নমুখী হলেও গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের ৫০-এর কাছাকাছি কোভিড রোগীর মৃত্যু হয়েছে। ওই সময়ের মধ্যে উত্তর ২৪ পরগনার ১৫ জন বাসিন্দা মারা গিয়েছেন। কলকাতায় কোভিডে মৃত্যুর সংখ্যাও আগের দিনের থেকে বেড়ে ১১ হয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষাধিক কোভিড টিকাকরণ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫২। তার মধ্যে উত্তর ২৪ পরগনা এবং কলকাতার বাসিন্দা যথাক্রমে ২০৭ ও ১৭২। এ ছাড়া, দার্জিলিং (১৭১), পূর্ব মেদিনীপুর (১৫১), পশ্চিম মেদিনীপুর (১২৪), হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা (১১৫) জেলায় দৈনিক সংক্রমণ ১০০-র গণ্ডি পার করেছে। পাশাপাশি, হুগলি (১০৮) এবং নদিয়া (১০৭) জেলাতেও সংক্রমিতের দৈনিক সংখ্যা ১০০-র কিছু বেশি। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৮৫ হাজার ৪৩৮। এই মুহূর্তে রাজ্যে ২২ হাজার ৫০৮ জন সক্রিয় রোগী রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

অন্যদিকে, অর্থমন্ত্রী অসুস্থ থাকায় বিধানসভা নির্বাচনের আগে 'ভোট অন অ্যাকাউন্ট' পেশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ৭ জুলাই পেশ হতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট। অসুস্থতার কারণে অমিত মিত্র এই দফাতেও বাজেট পড়বেন না। তাঁর পরিবর্তে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বাজেট পেশ করতে পারেন বলে সূত্রের খবর। রাজ্যের শিল্প এবং তথ্যপ্রযুক্তি দফতর রয়েছে পার্থর হাতে।

మరింత సమాచారం తెలుసుకోండి: