গুজরাটে ১৫০ টি আসনে এগিয়ে বিজেপি। ম্যাজিক ফিগারকেও পিছনে ফেলে দিয়ে প্রথম থেকেই ফলাফল গেরুয়া শিবিরের পক্ষে। কংগ্রেস এগিয়ে মাত্র ২১ টি আসনে। আপ এগিয়ে ৭ টি আসনে, অন্যান্য দল ৪ আসনে এগিয়ে। গুজরাটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভূপেন্দ্র প্যাটেল এগিয়ে ২৩ হাজার ৭১৩ ভোটে। বীরামগম বিধানসভা আসন থেকে এগিয়ে BJP প্রার্থী হার্দিক প্যাটেল। নিজের কেন্দ্রে এগিয়ে আপের মুখ্যমন্ত্রী পদপার্থী ইসুদন গাঁধভি। এর আগে গুজরাটে একক সংখ্যাগরিষ্ঠ কোনও রাজনৈতিক দল এত আসন জেতার পথে এগোয়নি। এই ট্রেন্ড বজায় থাকলে প্রধান বিরোধী দলের তকমাও হারাতে পারে কংগ্রেস। ১৯৮৫-তে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ১৪টি আসন। এখনও পর্যন্ত গুজরাটে অত আসন কেউ জিততে পারেনি। এ বার কি সেই রেকর্ডও ভেঙে দেবে বিজেপি?

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে টানা গুজরাতে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে অবশ্য ১৯৯৫ সালে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারেনি। এ বারের গুজরাত বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং আম আদমি পার্টি। অর্থাৎ, এ বার প্রধানমন্ত্রী মোদীর রাজ্যে বিধানসভা ভোটের লড়াই ত্রিমুখী হতে চলেছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছে বিজেপি। অন্যদিকে, গুজরাটের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ইসুদন গাঁধভিকে ঘোষণা করেছে আপ। গুজরাটে ১৮২টি আসনের জন্য ১৬২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। গুজরাট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য দলগুলো হল- এআইএমআইএম, সমাজবাদী পার্টি, বিএসপি, সিপআইএম ও ভারতীয় ট্রাইবাল পার্টি (বিটিপি)।

మరింత సమాచారం తెలుసుకోండి: