মোট ৯৬ হাজার ৯৪০ জন ছাত্র ছাত্রী ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশেন (আইএসসি) পরীক্ষায় বসেছিলেন। যার মধ্যে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিয়েছিলেন ২৭ হাজার ৫৬৯ জন পরীক্ষার্থী। আইএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ রাজ্যে ৯৯.১৫ শতাংশ পড়ুয়া পাশ করেছেন। যেখানে দেশের পাশের হার ৯৯.৩৮ শতাংশ। তবে দেশ এব‌ং রাজ্য উভয় ক্ষেত্রেই পাশের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছেন ছাত্রদের থেকে। যাঁরা প্রথম হয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর ৩৯৯। শতাংশের হিসেবে ৯৯.৭৫। পশ্চিমবঙ্গে যে ছ’জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছেন তাঁদের নাম, মহম্মদ আর্শ মুস্তাফা (দ্য ফ্র্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুল, কলকাতা), প্রতীতি মজুমদার (সল্টলেক স্কুল, কলকাতা), অপূর্ব কাশিশ (জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা), পৃথ্বীজ মণ্ডল (সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি), নিখিলকুমার প্রসাদ (সানশাইন স্কুল, বীরপাড়া, আলিপুরদুয়ার) এবং অভিষেক বিশ্বাস (সেন্ট ক্ল্যারেট স্কুল, দেবপুকুর, উত্তর ২৪ পরগনা)। এ ছাড়া ৯৯.৫০ শতাংশ নম্বর অর্থাৎ ৩৯৮ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ১৯ জন। বাংলার ১৬ জন তৃতীয় স্থান অধিকার করেছেন ৯৯.২৫ শতাংশ অর্থাৎ ৩৯৭ নম্বর পেয়ে। (এই প্রতিবেদনের ছবি প্রতীকী)

অন্যদিকে, এ বার লোকাল ট্রেনে বসেই টিভি দেখতে পারবেন যাত্রীরা। তাতে থাকবে নানা বিনোদনমূলক অনুষ্ঠান। পাওয়া যাবে রেলের গুরুত্বপূর্ণ তথ্যও। এ কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। সোমবার হাওড়া স্টেশনে অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হবে এই নয়া প্রকল্পের। লোকাল ট্রেনে বসানো হচ্ছে এলইডি টিভি। সোমবার সকাল ১১টায় একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই প্রকল্পের সূচনা হতে চলেছে। পূর্ব রেলে এই প্রথম হাওড়া-বর্ধমান মেন লাইনের লোকাল ট্রেনে চালু হতে চলেছে ওই পরিষেবা। রেল জানিয়েছে, এর পর আরও ৫০টি ট্রেনে ওই ধরনের টিভি বসানো হবে। প্রতিটি কামরায় চারটি করে ২৮ ইঞ্চি টিভি থাকবে। এক বেসরকারি সংস্থাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন একলব্য। ওই টিভিতে যে অনুষ্ঠান দেখানো হবে তার ৭০ শতাংশই ওই বেসরকারি সংস্থাটির। বাকি ৩০ শতাংশ হিসাবে রেল সম্পর্কিত নানা তথ্য দেওয়া হবে। যেমন পরের স্টেশন কোনটা বা কোন কোন স্টেশনে ট্রেন থামবে ইত্যাদি।

మరింత సమాచారం తెలుసుకోండి: