অবশেষে চাপের মুখে নতিস্বীকার করল পাকিস্তান। নয়াদিল্লি ও আন্তর্জাতিক মঞ্চের চাপের মুখে আজই কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কুটনীতিবিদের দেখা করার অনুমতি দেয় ইসলামাবাদ। ২০১৯ এর সেপ্টেম্বরের পর দ্বিতীয়বার কূটনৈতিক সাহায্য পেলেন কূলভূষণ। এমনটাই খবর সূত্র মারফত। ২০ জুলাইয়ের মধ্যে পুনর্বিবেচনার আর্জি জানানোর সময় শেষ হচ্ছে। তার আগেই ভারতীয় কূটনীতিবিদদের সাহায্য পেলেন কূলভূষণ। জানা গিয়েছে, ভারতীয় দূতাবাস থেকে কুটনীতিবিদ গৌরব আলুওয়ালিয়া ও তাঁর সঙ্গী এদিন বেলা ৩টে নাগাদ কুলভূষণের সঙ্গে একটি অজ্ঞাত জায়গায় সাক্ষাৎ করেন। তবে বৈঠকের সময় নীতি লঙ্ঘন করে সেখানে উপস্থিতি ছিলেন পাক অধিকারিকরা। এই সাক্ষাতের কথা নিশ্চিত করেছেন ভারতীয় বিদেশমন্ত্রকে মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। ভারতীয় নৌসেনার প্রাক্তন কর্মীর সঙ্গে কুটনীতিবিদের একান্তে সাক্ষাৎ করতে দেয়নি পাকিস্তান। এনিয়ে দ্বিতীয়বার ভারতকে ‘কনসুলার অ্যাকসেস’ বা বন্দি কুলভূষণের সঙ্গে দেখা করার ও অনুমতি দিয়েছে পাকিস্তান।
প্রসঙ্গত, গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ভারতীয় নাগরিক কূলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল পাকিস্তান। এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছিল ভারত। আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে পাকিস্তানের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়। ততদিন পর্যন্ত সাজা খারিজ করে দেয় আন্তর্জাতিক আদালত। কিন্তু গত সপ্তাহে পাকিস্তান দাবি করে সাজা পুনর্বিবেচনা করতে চান না কূলভূষণ। তিনি প্রাণ ভিক্ষার আর্জি জানাতে চান। এখানেই প্রশ্ন তোলে ভারত। ভারতের পক্ষ থেকে বলা হয় আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে অগ্রাধিকার না দিয়ে ইসলামাবাদ কূলভূষণের ওপর চাপ সৃষ্টি করছে।
click and follow Indiaherald WhatsApp channel