দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাবকে রাজ্যের অনুদানের সিদ্ধান্তে সায় হাইকোর্টের। ৬টি শর্তে অনুদানে সায়। শর্ত মানলে জারি থাকবে অনুদান। পুজোয় রাজ্যের ৪৩ হাজার ক্লাবকে ৬০ হাজার টাকা অনুদান দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। সব মামলার একসঙ্গে শুনানি হয়। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এর আগের দু’বছর পুজো কমিটিগুলিকে রাজ্যের দেওয়া অনুদানের অঙ্ক ছিল ৫০ হাজার। এ বার মুখ্যমন্ত্রী জানান, ৬০ হাজার টাকা অনুদানের পাশাপাশি পুজো কমিটিগুলি বিদ্যুৎ বিলেও পাবে ছাড়। সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানান তিনি। এ নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। দু’টি জনস্বার্থ মামলা দায়েরও হয় হাই কোর্টে।

বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ বকেয়া ডিএ দেওয়ার আর্জি জানিয়ে আলাদা একটি মামলা হয়েছিল। রাজ্যকে তিন মাসের মধ্যে ওই বকেয়া ডিএ মেটাতে হবে। সেই সময় পেরিয়ে গেলেও এখনও ডিএ মেটেনি রাজ্য সরকারি কর্মীদের। তারই মধ্যে কেন ক্লাবগুলোকে অনুদান? তা নিয়ে মামলা হয়। যদিও রাজ্য সরকার হাইকোর্টে হলফনামা জমা দিয়ে জানায়,  কোনও মহার্ঘ ভাতা বাকি নেই। পাশাপাশি দুর্গা পুজোর অনুদান নিয়ে যে মামলা হয়েছে, সেই মামলার গ্রহণযোগ্যতা নেই বলেও দাবি করা হয়। রাজ্য সরকারের তরফে সওয়াল করা হয়েছিল, ডিএ বা মহার্ঘ ভাতা এবং পূজার অনুদান- দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। ৬ শর্তে পুজোর অনুদানে সায় দেয় হাইকোর্ট।

మరింత సమాచారం తెలుసుకోండి: