তানিয়া ভাটিয়া। ভারতীয় মহিলা দলের উইকেট কিপার। বিশ্বকাপের প্রথম ম্যাচের পারফরম্যান্সে তিনি নজর কেড়েছেন সকলের। তাঁকে এখন ধোনির সঙ্গে তুলনা করা হচ্ছে। সেই তানিয়ার সম্পর্কে জেনে নিন,
জন্ম ১৯৯৭ সালের ২৮ নভেম্বর। চণ্ডীগড়ে জন্ম হয় এই ভারতীয় উইকেট কিপারের।
স্কুলে পড়ার সময় প্রশিক্ষণ নেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের কাছে।
এখন তাঁর ব্যক্তিগত কোচ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিং।
তানিয়া পঞ্জাব ও নর্থ জোনের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন।
মাত্র ১১ বছর বয়সে পঞ্জাবের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান। মাত্র ১৩ বছর বয়সে পঞ্জাব দলে খেলা শুরু করেন।
১৬ বছর বয়সে ভারতীয় মহিলা এ দলের হয়ে খেলার সুযোগ পান তিনি।
২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ অভিষেক হয় তানিয়ার।
ওই বছর ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে মেয়েদের একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম খেলার সুযোগ মেলে।
তানিয়া পঞ্জাবের প্রথম মহিলা ক্রিকেটার যিনি জাতীয় দলে খেলার সুযোগ পান।
click and follow Indiaherald WhatsApp channel