রাজকুমার রাও। বলিউডে তিনি প্রতিষ্ঠিত অভিনেতা। এমনকী পরিচালকদের পছন্দের তালিকায় তিনি প্রথম সারিতেই রয়েছেন। কিন্তু শুরুর দিনগুলো মোটেই সহজ ছিল না। প্রথম ছবিতেই নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাঁকে। কিন্তু অভিনেতার বাবা-মা? তাঁরা কি মেনে নিয়েছিলেন ছেলের ক্যামেরার সামনে নগ্ন হওয়ার ঘটনা? সম্প্রতি সে নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। কিন্তু বাবা-মায়ের সামনে কী করে কথাটি উপস্থাপিত করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না। তবু জানাতেই হয়েছিল তাঁকে। বলেছিলেন, “আমি একটা ছবির অফার পেয়েছি।” কথাটা শুনে স্বভাবতই খুশি হয়েছিলেন রাজকুমারের বাবা-মা। কিন্তু তারপরই বোমা ফাটান অভিনেতা। বলেন, “ওখানে একটা দৃশ্যে আমাকে নগ্ন হতে হবে।” কথাটা শুনে হতভম্ব হয়ে যান তাঁরা। কিন্তু তখনই অভিনেতা ড্যামেজ কন্ট্রোল শুরু করে দেন। বলেন, “শুধু পিছনের দিকটা। সামনের নগ্নতা নেই।” নেহা ধুপিয়ার শো ‘ফিল্টার নেহা’তে একথা বলেন রাজকুমার।
click and follow Indiaherald WhatsApp channel