কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। এটা কি একটা যুগের সমাপ্তি ? এমনই আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি টুইট করে বাজেট প্রতিক্রিয়া জানান, কেন্দ্রীয় সরকার কীভাবে সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে ,তা দেখিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে।
মমতা বলেন, এই সরকার যেভাবে ঐতিহ্য ও উত্তরাধিকারের বিলোপ ঘটানোর পরিকল্পনা করছে,তা দেখে মনে হচ্ছে ,এটি সুরক্ষা বোধের সমাপ্তি এবং একটা যুগের সমাপ্তি ঘটানোরও প্রয়াস। তা না হলে কেন্দ্রের ঐতিহ্যশালী প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়। যেভাবে ঐতিহ্য ও উত্তরাধিকারের বিলোপ ঘটানোর পরিকল্পনা করছে,তা দেখে মনে হচ্ছে ,এটি সুরক্ষা বোধের সমাপ্তি এবং একটা যুগের সমাপ্তি ঘটানোরও প্রয়াস। দ্বিতীয় মোদী সরাকারের প্রথম বাজেটে যুগের সমাপ্তি’র ইঙ্গিত! এই বাজেটে ‘হতবাক’ মমতা 

మరింత సమాచారం తెలుసుకోండి: