টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। প্রথম দিনের খেলা শেষে সেই সিদ্ধান্তের যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। ডোমিনিকার মতো একেবারে পাটা পিচ নয়, তবু কুইন্স পার্ক ওভালের (Queen’s Park Oval) উইকেট এমনও নয় যে প্রথমে বল করতে হবে। বরং সেই স্পিন হতেই দেখা গেল। এমন পিচে আগে ব্যাটিং করা উচিত। ওপেনিং জুটিতে ১৩৯ রান উঠল। লাঞ্চের মধ্যেই ১২১ তুলে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

৭৪ বলে ৫৭ রান করে আউট হলেন যশস্বী। জেসন হোল্ডারের (Jason Holder) ফুল লেন্থ বল অফসাইডে খেলতে গিয়ে মাটিতে রাখতে পারলেন না। ক্যাচ উঠল ব্যাকওয়ার্ড পয়েন্টে। পরপর দুই টেস্টে সেঞ্চুরি করার সহজ সুযোগ ফস্কালেন ভারত অধিনায়ক। এক মুহূর্তের মনোসংযোগ নষ্টের খেসারত দিলেন তিনি। বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বল ঘুরেছে ঠিকই তবে বলটা ভুল লাইনে খেলেন রোহিত। অফ স্টাম্প নড়ে যায় তাঁর।

এদিকে আবারও ব্যর্থ অজিঙ্ক্য রাহানে (Ajinkya Rahane)। শ্যানন গেব্রিয়েলের বল তাঁর ব্যাটের ইনসাইড এজ লেগে স্টাম্প উড়িয়ে দিল। দেড় বছর ব্রাত্য থাকার পর রাহানেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) খেলায় বিসিসিআই (BCCI)। সে ম্যাচে ভারতের হয়ে সবথেকে বেশি রান করেন তিনি। পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে জায়গা পান। শুধু তাই নয়, অদ্ভুতভাবে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে যান। এ নিয়ে তুমুল বিতর্ক হয়। যাইহোক, ওই ফাইনালের পর দুটো ইনিংসেই ব্যর্থ তিনি। এই টেস্টে আবার ব্যাট করার সুযোগ পাবেন কি না সন্দেহ।

প্রথম টেস্টে এক ইনিংস এবং ১৪১ রানে হেরেছিল ক্যারিবিয়ানরা। খেলা যেদিকে গড়াচ্ছে, ব্রায়ান লারার (Brian Lara) শহরেও তাই হতে পারে। কেরিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরির দিকে এগোচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম দিনের শেষে ৮৬ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ক্রিজে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), খেলছেন ৩৬ রানে। ভারতের রান ২৮৮। এখনও ঈশান কিষাণ (Ishan Kishan) আছেন, রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আছেন। রান ৪৫০ পেরোলে ওয়েস্ট ইন্ডিজের কপালে দুর্গতি আছে। প্রথম দিনেই বল যেমন ঘুরতে দেখা গেল তাতে অশ্বিন একাই ক্যারিবিয়ানদের খেয়ে নিতে পারেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: