নয়া ব্যবস্থা মহানগরের ইষ্ট-ওয়েষ্ট মেট্রোয়। যাত্রীদের সুবিধার্থে এবার অত্যাধুনিক ডিসপ্লে বোর্ড। এই মেট্রো স্টেশনে কেমন ভিড়, টিকিট কাটার জন্য কতগুলি কাউন্টার খোলা, কোন গেট দিয়ে ঢোকা-বেরোনা যাবে - এ সব তথ্য দেখা যাবে। এছাড়াও আপ-ডাউন দুই লাইনের ট্রেনের সময়সূচিও ফুটে উঠবে বোর্ডে।
বিধাননগর সেক্টর এরিয়ায় তথ্যপ্রযুক্তির তালুকে কর্মীদের সুবিধার জন্য সেক্টর ফাইভ মেট্রো স্টেশন সংলগ্ন রাস্তার মোড়গুলিতে কেএমআরসিএলের সঙ্গে যৌথ উদ্যোগে এমনই ডিসপ্লে বোর্ড বসতে চলেছে বলে সূত্রে খবরে জানা গেছে। মহানগরের কোনও মেট্রো স্টেশনে এখনও পর্যন্ত যাত্রীদের জন্য এমন বব্যস্থা নেই। আগামী শুক্রবার ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচল শুরু হচ্ছে। সে দিন থেকেই এই ডিসপ্লে বোর্ডগুলি চালু করার চেষ্টা চলছে। নয়া এই মেট্রো স্টেশন ঘিরে নতুন করে সাজতে চলেছে সেক্টর ফাইভ। মেট্রো স্টেশন সংলগ্ন রাস্তাগুলিতে যেমন বাড়ানো হচ্ছে আলোর সংখ্যা, তেমনই ফুটপাথের দু'পাশ ঘিরে দেওয়া হবে রেলিংয়ে। মেট্রোর জেরে তৈরি ভিড়ের কারণে যাতে কোনও অবাঞ্চিত ঘটনা না-ঘটে, তা নিশ্চিত করতে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের সামনে একটি ওয়াচ টাওয়ার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel