করোনা আক্রান্ত হলে শ্রীদেবীর দুই কন্যা। ৩ জানুয়ারি থেকে মৃদু উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে ছিলেন জাহ্ণবী ও খুশি কাপুর। অনুরাগীদের উদ্বেগ বাড়াতে চান নি তাই আইসোলেশন কাটিয়ে পরীক্ষা করিয়েছেন দুজনেই। রিপোর্ট নেগেটিভ আসায় এই খবর সকলের সঙ্গে শেয়ার করলেন শ্রীদেবী কন্য়া। ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে একটি স্টোরি শেয়ার করলেন নায়িকা। তিনি জানিয়েছেন ‘ ৩ জানুয়ারি আমি এবং আমার এবং দিদির করোনা পরীক্ষা করার পর রেজাল্ট পজিটিভ আসে, প্রথম দুই দিন কাটানো খুব কঠিন ছিল। যত দিন গিয়েছে ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়েছি আমরা। এই ভাইরাসের সঙ্গে লড়ার প্রধান অস্ত্র হল মাস্ক পরা এবং করোনার টিকা নেওয়া। আপনারা সকলে ভাল থাকবেন, সতর্ক থাকবেন।’

অন্যদিকে, মুম্বই-পুণে হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় আহত ‘টারজান’ ছবির নায়ক হেমন্ত বিরজে এবং তাঁর স্ত্রী। যদিও তাঁদের মেয়ের গায়ে আঁচড় লাগেনি। পুলিশ আধিকারিকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টা নাগাদ বলিউড অভিনেতার গাড়ি রাস্তার ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। সিরগাঁও থানার আধিকারিক সত্যবাণ মানে জানালেন, স্থানীয় পাওয়ানা হাসপাতালে দম্পতির চিকিৎসা চলছে। কারও আঘাতই গুরুতর নয়। ১৯৮৫ সালে বব্বর সুভাষ পরিচালিত ‘টারজান’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন বিরজে। সেটিই তাঁর প্রথম অভিনয়। এর পরে অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রায় সমস্ত ছবিতেই তাঁকে দেখা গিয়েছে। ২০০৫ সালে সলমন খানের ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনর’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হেমন্ত। বলিউড ছাড়া মালয়ালম এবং তেলুগু ছবিতে কাজ করেছেন তিনি।

మరింత సమాచారం తెలుసుకోండి: