জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো “নাচ বলিয়ে” পুনরায় ফিরে আসতে চলেছে ছোট পর্দায়।এটি শো এর নবম সিজিন।সূত্রের খবরানুযায়ী সলমন খান এই শোয়ের প্রযোজক।তবে বিচারকের আসনে কে বসবে তা এখনো ঠিক হয়নি।সূত্রের খবর প্রাক্তন জুটি মালাইকা আরোরা ও আরবাজ খান কেও বিচারক হিসাবে ভাবা হচ্ছে।সেইসঙ্গে ভাবা হচ্ছে শাহিদ কাপুর ও মিরা রাজপুতকেও।
এই শো এর নিয়মানুযায়ী পাঁচ প্রাক্তন ও বর্তমান জুটি অংশগ্রহণ করবে।যেহেতু সলমন প্রযোজক তাই মনে করা হচ্ছে যে মালাইকা ও আরবাজের বিচারক হওয়ার সম্ভাবনাই বেশি।বিবাহ বিচ্ছেদের পরেও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে শোনা যায়।মালাইকা ধারাবাহিক ভাবে শোতে জাজের কাজ করে থাকেন।তাঁদের জুটিও একসময় খুব জনপ্রিয় ছিল।
অন্যদিকে শাহিদ মিরার জুটিও এই প্রজন্মের কাছে খুব জনপ্রিয়।টক শো থেকে র্যাম্প সর্বত্রই স্টেজ কাঁপাচ্ছে শাহিদ মিরার জুটি।বিচারকের ভূমিকায় তাঁরা কতোটা প্রভাব ফেলতে পারেন তা সবারই কৌতূহলের বিষয়।দেখা যাক কোন জুটি হয় বিচারক ।
click and follow Indiaherald WhatsApp channel