অবশেষে সিলমোহর পড়ল। রাজ্য বিধানসভায় পাস হয়ে গেল সিএএ বিরোধী প্রস্তাব। এই নিয়ে দেশের চতুর্থ রাজ্য সিএএ বিরোধী প্রস্তাব পাস করালো। এর আগে কেরল,রাজস্থান,পাঞ্জাব,সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে।
রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস হয়ে গেল। আগেই সব রাজনৈতিক দলকে এই প্রস্তাব সমর্থনের আর্জি জানিয়েছিলেন মমতা। সিএএ-র বিরোধিতায় গত ডিসেম্বর মাস থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক জায়গায় এই আইনের প্রতিবাদে মিছিল করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই আইন ফিরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছিলেন মমতা।
এই নিয়ে পশ্চিমবঙ্গ চতুর্থ রাজ্য যে সিএএ বিরোধী প্রস্তাব পাস করালো। এর আগে কেরল, পাঞ্জাব এবং রাজস্থান সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে। এর পর তেলঙ্গানাও এই প্রস্তাব পাস করাতে চলেছে বলে খবর। মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও তেমনই ইঙ্গিত দিয়েছেন।
click and follow Indiaherald WhatsApp channel