এরপর কয়েকদিন আগে গোটা বিষয়টি নিয়ে মুখ খুলে ছিলেন অভিনেতা। বলেছিলেন তিনি যা বলতে চেয়েছেন সেটা সকলে বুঝতে ভুল করেছেন। অর্থাৎ তিনি কি তাহলে অবসর নিচ্ছেন না।
তুমি নিজেই জানিয়েছেন বয়স বাড়ছে তাই একটু বিরতি নিয়েছি। আর কোনদিন অভিনয় করব না তেমনটা বলিনি।খুব শীঘ্রই নাকি তিনি আবার শুটিং করে আসছেন। শুভ্রজিত মিত্র পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত 'দেবী চৌধুরানী' ছবিতে অভিনেতা সব্যসাচীকে দেখা যাবে।
তাছাড়া সব্যসাচীর কথায় তিনি এখন কাজ অনেক বেছে করেন। তিনি বোঝাতে চেয়েছেন এটা অবসর নেওয়ার আগের পর্যায়ে আর কি। তবে দেবী চৌধুরানীর চিত্রনাট্য সব্যসাচীর মন কেড়েছে। তাছাড়া অনেকদিন পর বোম্বার সঙ্গে একসাথে কাজ করতে পারবেন সব্যসাচী।
এই ছবিতে সব্যসাচীকে একেবারে অন্য লোকে দেখা যাবে। নকল দাড়ি গোঁফ লাগালে অভিনেতার অ্যালার্জি হয়। কিন্তু এই বিশেষ চরিত্রের জন্য অসুবিধা হলেও দর্শক সব্যসাচীকে দাড়ি-গোঁফ সমেত দেখতে পাবেন।
click and follow Indiaherald WhatsApp channel