করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির একটি বক্তব্য নিয়ে নতুন করে শোরগোল পড়েছে। হিন্দিতে মিউজিক ভিডিয়ো করার দৌলতে টাইগার শ্রফের সঙ্গে সখ্যতা জন্মেছিল। কিন্তু নীরজ পাণ্ডের ছবি করতে গিয়ে সুশান্ত সিং রাজপুত ‘চাপ’ হয়ে গিয়েছিল তাঁর! প্রেমের দৃশ্য, গানে রীতিমতো আড়ষ্ট। পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘সুশান্তের থেকে টাইগারের সঙ্গে প্রেম করা অনেক সহজ।’ এই সংলাপ পাতে পড়তেই দিশার দিকে যেন নতুন করে নজর গেল সবার। পা দিতে না দিতেই মেয়ে বলে কী? আসলে, দিশা বোঝাতে চেয়েছিলেন ভিডিয়ো সং করতে গিয়ে মোটামুটি চেনাজানা হয়ে গেছিল টাইগারের সঙ্গে। ফলে, পর্দায় সেই ছাপ পড়েছিল। কিন্তু সুশান্তকে একদমই চিনতেন না। আর প্রথম দিনেই তাঁর সঙ্গে রোম্যান্টিক গানের দৃশ্য ‘কৌন তুঝে।’ কোনও রকমে উৎরে গিয়েই পরে ওই মন্তব্য।
click and follow Indiaherald WhatsApp channel