গুপ্তধনের সন্ধান মিলল আলিপুরদুয়ারে৷ শনিবার ঘটনাটি ঘটে সেখানকার ফালাকাটা ব্লকে৷ এই ঘটনায় এলাকায় রীতিমতো হইচই পড়ে যায়৷
ফালাকাটা ব্লকের জটেশ্বরের আলিনগরে শনিবার সকাল থেকে শুরু হয়েছিল একটি পুকুর খননের কাজ৷ সরকারি একশো দিনের প্রকল্পের আওতায় ওই কাজ হচ্ছিল৷ স্থানীয় বাসিন্দা প্রদীপকুমার রায় ওই পুকুরের মালিক৷
এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ হঠাৎ বেরিয়ে আসে দু’টি গোলকার রিং। রিং দু’টি প্রাচীন অলঙ্কার বলে প্রাথমিকভাবে মনে হয় খননের কাজে নিযুক্তদের৷ তাঁরা প্রথমে এ নিয়ে আলোচনা শুরু করেন৷ তার পর তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়৷
মুহূর্তের মধ্যে লোকমুখে চাউড় হয়ে যায় যে ওই পুকুর থেকে গুপ্তধনের সন্ধান মিলেছে৷ ফলে দলে দলে লোক পুকুর পাড়ে হাজির হতে শুরু করে৷ খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়৷ তারা ওই দু’টি অলংকার উদ্ধার করে।
জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানান, ওই ধাতব রিং দু’টি নির্দিষ্ট কোন ধাতুর তৈরি আর কোন আমলের, তার তথ্য যাচাই করার কোনও পরিকাঠামো উত্তরবঙ্গে নেই। ফলে এখনই এ নিয়ে কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানান৷
তবে কুন্তলবাবুর বক্তব্য, আলিপুরদুয়ারের জেলা শাসকের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে তথ্য জানার চেষ্টা করা হবে।
click and follow Indiaherald WhatsApp channel